Thursday, 18 August 2022

Beauty Of Jaflong


ভুমিকা ঃ

সিলেটের জাফলংকে বলা হয় প্রকৃতির কন্যা। জৈন্তা পাহাড়ের পাদদেশে প্রাকৃতিক সৌন্দর্যের এক মনোরম এই দেশ। পিয়ান নদীর তীরে সাজানো পাথর এর সৌন্দর্য বাড়িয়ে দেয়।

সীমান্তের ওপারে ভারতের সুউচ্চ পাহাড়, ডাউকি পাহাড় থেকে জলের ধারা, ঝুলন্ত ডাউকি ব্রিজ, পিয়ান নদীর স্ফটিক জল, উঁচু পাহাড়ে গহীন জঙ্গল, নিরিবিলি ও ছিমছাম পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। অকল্পনীয় সৌন্দর্যের জন্য জাফলংকে বলা হয় বিউটি স্পট, পিকনিক স্পট, সৌন্দর্যের রাণী। তাই জাফলং পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত। 

শাইলতে গেলে জাফলং ভ্রমণ মিস করতে পারবেন না।

আরু জানতে চাইলে এখানে ক্লিক করুন


No comments:

Post a Comment

Beauty of bolagonj Shada pathor

  ভুমিকা  ঃ  চারপাশে ছড়িয়ে আছে সাদা পাথর। মনে হয় যেন, প্রকৃতি শুভ্র বিছানা বিছিয়ে রেখেছে। মাঝখানে স্বচ্ছ নীল পানি। চারদিকে ঘিরে আছে ছোট-বড় ক...